২৭শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৪ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯
মুহম্মদ নূরুল হুদা
যদি তুমি স্বয়ং স্বাধীন
যেমন স্বাধীন এই
স্বতঃশ্চল মহাবিশ্ব
তেমন স্বাধীন তার
ঘূর্ণ্যমান অণুপরমাণু;
কেবল স্বাধীন নয়
নিজে যে ভেবেছে নিঃস্ব
নির্জীব পাথুরে শিব,
অবিচল স্থাণু।
স্বাধীনতা নিজ পায়ে নিজেই দাঁড়ানো,
ইচ্ছেমতো সুখে-দুখে দুবাহু বাড়ানো;
অন্যকে পেষণ করে শোষণে তোষণে
স্বাধীনতা নয় নিজ সম্ভ্রম হারানো।
আত্মরক্ষা সুনিশ্চিত যদি,
তাহলে অন্যকে
রক্ষা করো; রক্ষা করো
ভদ্র বা বন্যকে;
মানুষ, তুমিও তবে
স্ব-নির্ভর হও;
পরনির্ভর যদি হে,
তুমি তবে
কখনো স্বাধীন নও;
কখনো স্বাধীন নয়
পরগাছা-লতা,
বিশাল বৃক্ষের বুকে
নিয়েছে যে আশ্রয় অযথা।
ফুটেছো নিজেই যদি
লতাপাতাঘাস
আপন মাটির মূলে,
নও তুমি
কারো ক্রীতদাস।
স্বাধীনতা
নিজের নিয়ম;
স্বাধীন উত্তম জন;
অধীন অধম।
মুহূর্তের এ জীবনে
যদি তুমি মুহূর্তে স্বাধীন –
তাহলে স্বাধীন তুমি
দিনরাত্রিদিন;
স্বয়ংস্বাধীন তুমি
অনন্তেরও নও পরাধীন।
১৬.১২.২০১৯
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766