ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


স্মাট বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক সেমিনার

redtimes.com,bd
প্রকাশিত মে ২৩, ২০২৩, ০৫:২০ অপরাহ্ণ
স্মাট বাংলাদেশ বিনির্মানে করণীয় শীর্ষক সেমিনার

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) আওতায় স্মাট বাংলাদেশ বিনির্মানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩মে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে স্মাট বাংলাদেশ বিনির্মানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় শীর্ষক সেমিনার প্রাইমারি ট্রেনিং ইনিষ্টিটিউট (পিটিআই) হল রুমে অনুষ্ঠিত হয়।

প্রাইমারি ট্রেনিং ইনিষ্টিটিউট (পিটিআই)এর ভারপ্রাপ্ত সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে, এবং পিটিআই ইনস্টাক্টর আমিনা আক্তারের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামছুর রহমার,জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শিশু বিষযক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গড়ে তোলাকে বুঝান। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রুপান্তর হবে।স্মাট বাংলাদেশ বিনির্মানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় তথ্য প্রযুক্তি ব্যবহারে নিশ্চিত গুরুত্বরোপ করা হয়।

বক্তারা আরও বলেন,  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্য বদ্ধ ভাবে প্রচেষ্টা ও সহযোগিতা করলে যে কোনো কঠিন কাজ সহজ হবে। দেশ উন্নয়ন হবে। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের মধ্যে পার্থক্য সুনির্দিষ্টভাবে তুলে ধরেছেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031