ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


স্মৃতিতে নিউপোর্ট বিচ

redtimes.com,bd
প্রকাশিত নভেম্বর ১৮, ২০১৭, ০৮:১০ অপরাহ্ণ
স্মৃতিতে নিউপোর্ট বিচ

 

-তামান্না জেসমিন

তোমার বিমূর্ত রাত্রির কাছে পৌঁছাবেনা আমার দুখরাত ,
পৌছাবেনা আমার সরল সকাল তোমার কাছে ;
পাহাড় ঘেরা সেই বাড়িটির সকল স্মৃতি
পড়ছে মনে ক্ষনে ক্ষনে , সেসব কথা আজো –
মনের কাছে জমা আছে , স্মৃতিতে নিউপোর্ট বিচ
দিনরাত্রীর মিশেল সুরমা পড়া চোখে
অনেক স্বপ্ন , অনেক আশা , অনেক ভালবাসা ,
অনেক স্রোতে ভেসে ভেসে বাজে গোপন দুখে l

সন্ধ্যাবেলায় সুদূর পাহাড় নীল হতো , রাত্রি এলে ধুসর
দুরত্বটা দুজন কেবল বুকের জটিল যন্ত্র জুড়ে
থাকতো জেগে মায়াজালে শ্লোগান নিবিড়
বাচার লড়াই দুজন মানুষ , দুটি পথই দুদিক
কদিন আগের স্বপ্ন আশা অফুরন্ত ভালবাসা
বর্তমানে ঘাতক ঝরে আমরা দুজন বড্ড একা l

পুড়ছে মনে নিউপোর্ট বিচ –
মন খারাপের ধুসর বেলা অনাদরে যায় চলে যায়
নিস্তরঙ্গ তোমার আমার চলন্ত ট্রেন সময়
হয়তো নীরব অবহেলায় নয়তো গভীর ভালবাসায়
হঠাৎ যখন বৃষ্টি এলো , ভেবেছিলাম আসবে পাশে
উষ্ণ বুকের উন্মাদনায় পেন্ডুলামের শব্দ মেশে l

ছিন্ন বুকে ভিসন ঠান্ডা , ভিন্ন রকম আগুন জ্বলে
শাপের মতন রাস্তা গুলো এলোমেলো ছুটে চলে
কিছু কথা পিছু পিছু নানা রকম ছদ্মবেশে
কল্পনারা অল্প অল্প বিমর্ষতার পাগলামীতে
আমি তোমার মন খুজেছি বরফগলা নিথর জলে l

স্নান করি বারবার নিউপোর্ট বিচে অধীর মনের প্রপাত
বৃষ্টি ছুঁই , জোছনা ছুঁই , ছুঁই আমাদের হুতাশ কান্না ভাষা
প্রলয় প্রেমের আগুন পোহাই সৈকতে প্রতিদিন
সূর্যাস্তে পৌছাতে চাই তোমার কাছে একদিন
আমার দেশে দিনের বেলায় তোমার দেশে রাত
নীল বেদনায় বাড়িয়ে আছি মনের দু’হাত …

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930