ঢাকায় সড়ক দুর্ঘটনায় অনলাইন অ্যাপ ভিত্তিক মোটরসাইকেল যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর চালক নিহত হয়েছে । মঙ্গলবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে । তবে নিহত ওই চালকের পরিচয় জানা যায়নি ।
ঢাকার ভেতরে দেড় বছর থেকে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে গন্তব্যে যাওয়ার ব্যবস্থা চালু হয় । মোটরসাইকেলে যেতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ‘পাঠাও’ । ২০১৬ সালের মে মাসে প্রথম এরকম সেবা শুরু করে স্যাম নামের অ্যাপ । এরপর আসে উবার । সম্প্রতি এ সেবার নীতিমালাও হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন