১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২১
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার ও ছেলে গোবিন্দ চন্দ সরকারসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অন্যজন হলেন মেয়রের বন্ধু কামাল মাতুব্বর। এ ঘটনায় আহত হয়েছেন নবনির্বাচিত নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকারসহ আরও তিনজন।
আজ বুধবার রাত সাড়ে ৯টার সময় ভাঙ্গা-গোপালগঞ্জ বিশ্বরোডের কালিয়ামোড় এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, মেয়রের স্ত্রী ও বন্ধু দুর্ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে আহত অবস্থায় মেয়রের ছেলে গোবিন্দ চন্দ সরকারকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহসিন কবির।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নবনির্বাচিত আওয়ামী লীগের পৌর মেয়র নিমাই সরকারের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, আমরা লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766