১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬
এসবিএনঃ হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে ২০ মার্চ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার নবম হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম বিষয়কমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবেন।
কোটা পূরণ হওয়া পর্যন্ত প্রাক-নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানা গেছে।
সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬’ অনুযায়ী এ বছর প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com