১লা জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩
একে কাওসার:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিকার হওয়া মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়ন থেকে স্থানীয় বাসিন্দারা এ হরিণটি উদ্ধার করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, রেমা-কালেঙ্গা বনাঞ্চলের সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে মায়া হরিণ। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি বারবার শিকারীদের হাতে মারা পড়ে। ১০/১২ দিন বয়সের একটি মায়া হরিণের শাবককে শিকার করে নিয়ে যাওয়ার সময় রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সিএমসি’র সদস্য স্থানীয়দের সহযোগিতায় শিকারিদের ধাওয়া করে। এ সময় শিকারিরা হরিণের শাবকটিকে রেখে পালিয়ে যায়। পরে মায়া হরিণটি উদ্ধার করে স্থানীয় ভোলারজুম বাজারে নিয়ে আসা হয় এবং বিষয়টি বন কর্মকর্তাদের অবহিত করা হয়।
মায়া হরিণটি স্থানীয়দের জিম্মায় রাখা আছে। এটি বন কর্মকর্তাদের হাতে স্থানান্তর করা হয়। পরে বিকেলে হরিণ শাবকটিকে উপজেলার কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়।
কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা মো. জুয়েল রানা জানান, আনুমানিক ১৫ দিন বয়সী হরিণ শাবকটি শনিবার দুপুরে গরুর পালের সঙ্গে বন বিট কার্যালয়ের পাশে চলে এলে রাখালরা রশি দিয়ে বেঁধে রাখে।
তাদের হাত থেকে উদ্ধারের পর হরিণ শাবকটিকে কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশেই শাবকটির মায়ের অবস্থান রয়েছে।
এটি যতক্ষণ তার মায়ের কাছে না যায় ততক্ষণ নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com