এসবিএন: হবিগঞ্জের বাহুবল থেকে অপহৃত ৪ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণের ৬ দিন পর আজ বুধবার সুন্দ্রাটিকি গ্রাম থেকে অপহৃত ৪ শিশুর মৃতদের উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার সকালে বাহুবলের সুন্দ্রাটিকি এলাকায় বাড়ির পাশ থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে।
নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে ৩ জন সম্পর্কে আপন চাচাতো ভাই।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা।
সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুজি করতে থাকেন। কোথাও তাদের কোন সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকিং করানো হয়।
পরদিন শনিবার দুপুর পর্যন্ত ওই ৪ শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মাটির নিচ থেকে পড়ে থাকা তাদের লাশগুলো উদ্ধার করা হয়।
সংবাদটি শেয়ার করুন