হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ হাজার ২৩টি মামলা নিষ্পত্তি

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ হাজার ২৩টি মামলা নিষ্পত্তি

একে কাওসার, জেলা প্রতিনিধি, হবিগঞ্জঃ

 

হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ বছরে ১৭ হাজার ২৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এটি গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

 

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২২ সালে সব ম্যাজিস্ট্রেট আদালতে ১২ হাজার ৮৭৬টি মামলা নতুন যুক্ত হয়। এতে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ৯৮৭টি। এর মধ্যে ১৭ হাজার ২৩টি মামলা নিষ্পত্তি হয় এবং বর্তমানে ১১ হাজার ৯৬৪টি মামলা বিচারাধীন। এখানে এক বছরে মামলা নিষ্পত্তির হার ১৩২.২১ শতাংশ। এছাড়া ২০২২ সালে ১৮ হাজার ২৮২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

 

তিনি আরও জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর-রশীদ ২০২১ সালের জুনে হবিগঞ্জে যোগ দেওয়ার পর ৬ হাজার মামলার জট কমেছে।

 

এ ছাড়া আদালতে সাক্ষী উপস্থাপন, প্রসেস নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, প্রতিবেদন দাখিলসহ অন্যান্য বিষয়ে শতকরা হিসাবে সেরা পারপরম্যান্সের জন্য শায়েস্তাগঞ্জ থানাকে নির্বাচন করা হয়েছে।

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031