হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬

হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এসবিএন ডেস্ক:আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৮ মিনিটের সময় হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

সেখান থেকে দুপুর ১২টা ৪১ মিনিটের সময় আম্বরখানা-টিলাগড় রোড হয়ে হযরত শাহপরান (রহ:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখান থেকে কড়া নিরাপত্তায় সরাসরি সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদরাসা মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

এর আগে বেলা ১১টায় ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ১১টা ৪৮ মিনিটে আরেকটি হেলিকপ্টারে সিলেট ওসমানী বিমানবন্দর এসে পৌঁছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ কেন্দ্রীয় নেতারা।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930