৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৬
এসবিএন ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনী কেন সংবিধান পরিপন্থী হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে রবিবার সকালে এ আদেশ দেন।
আদেশে আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৫ জনকে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ্যাডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন।
গত ৫ নভেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের ৯ আইনজীবী এই রিট আবেদন দায়ের করেছিলেন।
আবেদনকারীরা হলেন- এ্যাডভোকেট মনজিল মোরশেদ, আসাদুজ্জামান সিদ্দিকী, ইমরান কাওসার, মো. মামুন আলিম, মো. একলাস উদ্দিন ভূঁইয়া, মো. সারওয়ার আহাদ চৌধুরী, মাহবুবুল ইসলাম, মো. নুরুল ইনাম বাবুল, শাহীন আরা লাইলি, রিপন বাড়ই।
এ বছরের সেপ্টেম্বরে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এর মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com