বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ তাঁদের এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগপ্রাপ্ত বিচারকগণ হলেন: (১) মুহম্মদ মাহ্বুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ (পি.আর.এল. ভোগরত) ; (২) শাহেদ নূরউদ্দিন, জেলা ও দায়রা জজ (পি.আর.এল. ভোগরত); (৩) ড. মো. জাকির হোসেন, রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিমকোর্ট ; (৪) ড. মো. আখতারুজ্জামান, স্পেশাল জজ-৫ (জেলা ও দায়রা জজ), ঢাকা; (৫) মো. মাহমুদ হাসান তালুকদার, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ; (৬) কাজী ইবাদত হোসেন, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ; (৭) কে এম জাহিদ সারওয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ; (৮) এ, কে, এম, জহিরুল হক, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং (৯) কাজী জিনাত হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
তাঁদের এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com