মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আজ হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
‘
আজ সোমবার ৬ মার্চ রাজনগর উপজেলার বালিসহস্র হাজী ছালামত উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আখন্দ সরওয়ার রহিম পাপলু সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল কতৃক নির্মিত চার তলা বিশিষ্ট একাডেমি ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রায় ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হাজী সালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা,নজরুল হাকিম, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর,মৌলভীবাজার, নজরুল হাকিম, ৮নং মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মিলন বখত, মোহাম্মদ ইউনূস উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,রাজনগর, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রীগন সহ সমাজের বিভিন্ন পেশার লোকজন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com