সদরুল আইন:
২৫ বছর বয়সী এক তরুণীকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হাতিরঝিলে ঘটে এ ঘটনা।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, হাতিরঝিলে একটি ব্রিজের ওপর আত্মহত্যার চেষ্টা করলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তরুণীকে ব্রিজ থেকে নামিয়ে আনে।
তিনি বলেন, তাকে হাতিরঝিল থানায় নিয়ে আসা হয়েছে। তরুণী মানসিক রোগী। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
পরিবার থানায় এসে তরুণীকে নিয়ে যাবে।
সংবাদটি শেয়ার করুন