৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসবিএন এসআইইউ প্রতিনিধি: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র কাজী হাবিব এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকালে ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় এক মাস হয়ে গেলেও হাবিব হত্যাকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এবং এই মামলা অন্যতম আসামী কুখ্যাত সন্ত্রাসী হোসাইন মো. সাগর ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদেরকে মোবাইল ফোনে ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে এই বলে যে আমি অল্পদিনের মধ্যেই ইউনিভার্সিটিতে ফিরে আসতেছি এবং একে একে তোমাদের সবাইকে দেখে নিব।
সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবী প্রকাশ্যে দিবালোকে হাবিবকে হত্যার সকল ধরনের প্রমাণাদি ও ভিডিওফুটেজ পাওয়ার পরও পুলিশ প্রশাসন কেন নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। যার ফলে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মনে আতংক ও ক্ষোভ বিরাজ করছে।
অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা না হলে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com