
একে কাওসার, জেলা প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ২২ দিন অচেতন অবস্থায় পড়ে থেকে চিকিৎসাধীন এক বৃদ্ধ মারা গেছেন। তার পরিচয় ও কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন বলেন, ৯ ডিসেম্বর অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা হলেও তার জ্ঞান ফেরেনি। এ অবস্থায় শুক্রবার ভোরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি মাধবপুর থানাকে লিখিতভাবে জানানো হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ওই বৃদ্ধের মরদেহ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের সন্ধানে সব থানায় খবর পাঠানো হচ্ছে।