১৮ই জানুয়ারি ২০২১ ইং | ৪ঠা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৬
এসবিএন নিউজ: “হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ” এর উদ্যোগে সিলেট নগরীর আম্বরখানাসহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় সংগঠনের আম্বরখানাস্থ কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খাঁন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরভী সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী শিরিন আক্তার চৌধুরী এবং মানবাধিকার কর্মী শরিফুল ইসলাম, শামছুল আলম, মো. দিলোয়ার হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, আলিশা সালমা আলী খান, রত্না বেগম, মো. সায়েম চৌধুরী, এহসান রুবেল খান, আরিয়ান ফয়সাল, সাহেদা বেগম, অমিত দেব নাথ, সাহেদা বেগম, রুমি বেগম, ফারজানা আক্তার জুঁই, সাকিব খাঁন, নূসরাত ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খাঁন বলেন, সমাজের গরীব অসহায়দের প্রতি সাহায্যের হাত প্রসারিত করতে সকলকে এগিয়ে আসতে হবে।
কেননা, আর্তমানবতার কল্যাণ ছাড়া সমাজ ও মানুষের মান উন্নয়ন সম্ভব নয়। তাই নিজেদের দায়বদ্ধতা থেকে এগিয়ে এসে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী-সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
অহনানেট এন্ড সাইবার ক্যাফে থেকে হিউম্যান রাইটস ওয়াচ নিউজ ও ছবি নামে সেন্ড আছে
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766