১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮
১৮৪
শৈশব পেরিয়ে তুমি এসেছো বার্ধক্যে।
এসেছো কি সত্যসঙ্গে? ঐক্যে ও সখ্যে?
না – কিছুই ঘটেনি তোমার অলক্ষ্যে।
১৮৫
মনোসত্য ধ্রুবসত্য নিজের মনেই।
মূর্ত সত্য ভিন্ন পাত্রে ভিন্ন গড়নেই।
১৮৬
যে সত্য দিয়ে সত্যকে বানায়, সে সত্যকে পায়।
যে মিথ্যা দিয়ে সত্যকে বানায়, সে সত্যকে হারায়।
১৮৭
মিথ্যা তার ফণা তোলে নানান ধরনে;
হাঁটে সে সহস্র পথে সহস্র চরণে।
১৮৮
প্রেম আছে; তার মুখোমুখি আছে হিংসা।
ক্ষমা আছে; তার মুখোমুখি আছে জিঘাংসা।
১৮৯
জীবন জীবন্ত হয় প্রেমে ও ক্ষমায়।
চন্দ্র পূর্ণ প্রকাশিত শুধু পূর্ণিমায়।
১৯০
নানা বীজে নানা ফুল।
ফুলে ফুলে ভ্রমর ব্যাকুল।
৩০.০৫.২০১৮
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com