শুন্য দশকের অন্যতম কবি মেরিনা সঈদ ।দোলক প্রকাশনী বের করেছে তার কাব্যগ্রন্থ – প্রিয়মুখ। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে। দাম আশি টাকা। মেরিনা সঈদ এর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হল চেতনার সুরধ্বনি, অবচেতন মন ও ভালবাসার ভালবাসায়। তার পিতা প্রয়াত বাঙ্গাল আবু সঈদ প্রখ্যাত একজন লেখক । এবারের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন কবিতার বই -হৃদয়ে তোমার আবাস । প্রকাশ করেছে নন্দিতা প্রকাশ । বইটির মোড়ক উন্মোচন হবে একুশে বইমেলার নজরুল মঞ্চে। মোড়ক উন্মোচন করবেন একুশে পদক প্রাপ্ত কবি মুহাম্মদ নূরুল হুদা। মেরিনা জানান,এবারের বইয়ে কবিতা গুলো অন্য রকম।তিনি সরাসরি রাজনিতি করেন না । তবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল । বইটির বেশীর ভাগ কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা । ম্যাজিক লণ্ঠন কবিতার আড্ডায় মধ্যমণি হয়েছিলেন কবি মেরিনা সঈদ।
তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হল চেতনার সুরধ্বনি, অবচেতন মন ও ভালবাসার ভালবাসায়।মেরিনা অনলাইন মিডিয়া রেডটাইমস ডটকমডট বিডিতে সাব এডিটর হিসেবে কর্মরত । তিনি বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনে নির্বাহী সদস্য ।
সংবাদটি শেয়ার করুন