এসবিএন ডেস্ক: বক্সিং লড়াইয়ে হলি হোলমের কাছে নকআউট হন রোন্ডা রোসে। এরপর থেকেই মার্কিন এ নারী বক্সার লোকচক্ষুর অন্তরালে চলে যান।
অবশেষে জনসমক্ষে দেখা গেল ইউএফসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোন্ডা রোসেকে। ‘থ্যাঙ্কসগিভিং ডে’তে প্রেমিক এমএমএ ফাইটার ট্রাভিস ব্রাউনির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ঘুরে বেড়ালেন হাস্যোজ্জ্বল রোসে।
তাদের সঙ্গ দিয়েছে ছোট্ট একটি মেয়ে। সিটি স্ক্যান প্রতিবেদনে সবুজ সঙ্কেত পেলে দুই মাসের মধ্যে আবারও রিংয়ে নামবেন আমেরিকান বক্সার রোন্ডা রোসে।
সংবাদটি শেয়ার করুন