এসবিএন ডেস্কঃ পাকিস্তানের সিন্ধপ্রদেশে হোলি উদযাপনের সময় সস্তা মদ খেয়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নারীও রয়েছেন। দু-বছর আগেও পাকিস্তানে একই রকম দুর্ঘটনা ঘটেছিল।
পুলিশ জানায়, সিন্ধ প্রদেশের তান্দো মহম্মদ খান জেলার ৩৫ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে ৬ জন নারীসহ ২৪ জনের মৃত্যু হয়।
হায়দরাবাদের পুলিশ কর্মকর্তা হক নওয়াজ জানান, হোলি উপলক্ষে ক’দিন ধরেই হিন্দুদের উৎসব চলছিল। সস্তা ভেজাল মদ পান করার কারণেই বিষক্রিয়ায় একসঙ্গে এতজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
সংবাদটি শেয়ার করুন