ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


হোয়াটসঅ্যাপ মেসেজ একদম ফ্রি!

abdul
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
হোয়াটসঅ্যাপ মেসেজ একদম ফ্রি!

এসবিএন প্রযুক্তি ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ এখন পুরোপুরি বিনা মূল্যের সেবা হিসেবে উন্মুক্ত হচ্ছে।

এর আগে বার্ষিক এক মার্কিন ডলার সাবসক্রিপশন ফি দিতে হতো। গতকাল সোমবার হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম বলেছেন, গ্রাহকদের কাছে ব্যবসায়ীরা যাতে নোটিফিকেশন পাঠাতে পারেন, সে উপায়ে অর্থ আয়ের পরিকল্পনা থেকে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রি করে দেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। সাত বছর বয়সী কোম্পানি হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে এক হাজার ৯২০ কোটি মার্কিন ডলারে কিনে নেয় ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ১০০ কোটি।

বর্তমানে রেস্তোরাঁ, এয়ারলাইনস ও ক্রেডিট কার্ড কোম্পানীগুলো যাতে গ্রাহকদের কাছে তাদের বার্তা দিতে পারে, সে বিষয়টি নিয়ে পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।

কউম বলেন, ব্যবহারকারীদের জন্য এখন থেকে হোয়াটসঅ্যাপ ফ্রি হয়ে গেল। বছর শেষে এক ডলারের যে চার্জ, তা আর দিতে হবে না। এর বদলে ব্যবসায়ীরা কিভাবে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে বিষয়ে পরীক্ষা চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031