১ম বর্ষের পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

১ম বর্ষের পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের

এসবিএন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক ১ম বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষাজট নিরসনে যে ‘ক্রাস প্রোগাম’ হাতে নিয়েছে, সেটার ফলে সিলেবাস শেষ না করেই পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় পরীক্ষায় অংশ নিলে ফলাফল বিপর্যয় হতে পারে। তাই আমরা পরীক্ষা কমপক্ষে ১মাস পেছানোর দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম কলেজের ছাত্রী শতাব্দী মজুমদার, শারমিন আক্তার, মহসিন কলেজের ছাত্র মো. কায়েস, দিবাকর, জামি, আকাশ বড়ুয়া, সিটি কলেজের ছাত্র নারায়ন, মিজান, ওমর গণি এম ই এস কলেজের শিক্ষার্থী রাজন ও শাকিলা।

৬ ফেব্রুয়ারি থেকে স্নাতক ১ম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছিল ওই বর্ষের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের ফলে ওই বর্ষের পরীক্ষা ১৪দিন পেছানো হয়েছে। ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি ৩য় বর্ষের পরীক্ষা শুরু হবে।

উল্লেখ্য,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতক ১ম বর্ষের পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930