১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসবিএন স্পোর্টস: সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার উদ্যোগে ১ম সোনার বাংলা হরিণ ফুটবল টুর্নামেন্ট ২০১৬সোমবার বিকাল ৩টায় সিলেট পলিটেকনিক্যাল মাঠে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সভাপতি দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান হোসেনের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি’র বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ। খেলাধুলায় দেশ অনেক এগিয়ে যাচ্ছে।
তৃণমুল থেকে এরকম টুর্নামেন্টের আয়োজন করে দক্ষ খেলোওয়াড় গড়ে তুললে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে পারবে। আর দক্ষ খেলোয়াড়গণ দেশ ও সমাজের অনেক সুনাম বয়ে আনবে বলে আমার বিশ্বাস। তিনি এই উদ্যোগের জন্য জেলা ধারাভাষ্য সংস্থার কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন, মো. মকন মিয়া, ইকবাল হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউকে প্রবাসী নেছারুল হক চৌধুরী বোস্তান, বিশিষ্ট সমাজসেবী জমির মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রিয়াজ মিয়া প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com