২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
১০টি জেলায় আজ থেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) অ্যান্টিজেন্ট পরীক্ষা শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। এই পরীক্ষার জন্য প্রাথমিক অবস্থায় কোনো মূল্য নির্ধারণ করেনি সরকার। শুধু করোনার উপসর্গ আছে এমন সন্দেহভাজন রোগীদের অ্যান্টিজেন্ট পরীক্ষা করা হবে।
বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘কোরিয়ান একটি কিট দিয়ে আগামী শনিবার থেকেই আমরা এই অ্যান্টিজেন্ট পরীক্ষা শুরু করব। পরীক্ষার জন্য আমরা পর্যাপ্ত কিটও মজুত করেছি। যে স্থানে করোনা পরীক্ষার পিসিআর মেশিন নেই সেসব স্থানে আমরা অ্যান্টিজেন্ট পরীক্ষা করোনার সিদ্ধান্ত নিয়েছি। এই পরীক্ষার জন্য সরকার এখনো কোনো মূল্য নির্ধারণ করেনি।’
অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘প্রাথমিকভাবে যশোর, মেহেরপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট ও পটুয়াখালীতে অ্যান্টিজেন্ট পরীক্ষা করা হবে। মূলত জেলা সদর হাসপাতালে পরীক্ষাগুলো করা হবে। পরীক্ষা করতে গিয়ে যদি আমরা ভালো ফল পাই, তাহলে এই পরীক্ষা আরো বড় আকারে করার চিন্তা করব আমরা।’
অ্যান্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে করোনার উপস্থিতি আছে কিনা তা জানা যাবে। এই পরীক্ষায় তুলনামূলক সময় কম লাগে। ১৫ থেকে ৩০ মিনিটের ভেতরে এই পরীক্ষা করা যায় বলেও জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘অ্যান্টিজেন্ট পরীক্ষা করানোর জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। যারা পরীক্ষা করবেন, তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য পর্যাপ্ত মানসম্পন্ন কিটও আমরা কোরিয়া থেকে এনেছি। আমরা আশা করছি এই অ্যান্টিজেন্ট পরীক্ষা আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে।’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766