এসবিএন ডেস্কঃ কোন বিদেশী নাগরিক বাংলাদেশে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে অথবা কোন স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানে ২০ লাখ মার্কিন ডলার ট্রান্সফার করলে তিনি এ দেশের নাগরিকত্ব পাবেন।
এ বিধান রেখে জাতীয় শিল্পনীতি ২০১৬ এর খসড়ার অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আলম জানান, ২০১০ সালের শিল্পনীতি আপডেট করে এবারের শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। আগের শিল্পনীতিতে কোনো বিদেশি ৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেই বাংলাদেশের নাগরিক হতে পারতেন।
আর এখন ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে।
তিনি জানান, ৫ বছরের জন্য কোন বিদেশী বাংলাদেশে বৈধভাবে বসবাস করতে চাইলে ৭৫ হাজার মার্কিন ডলার ফি দিতে হতো। এখন ফি দিতে হবে ২ লাখ মার্কিন ডলার।
এছাড়া আগের শিল্পনীতি অনুযায়ী কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ লাখ মার্কিন ডলার বাংলাদেশে স্থানান্তর করলেই নাগরিকত্ব পাওয়া যেতো। এবার তা বাড়িয়ে করা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com