১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৬
এসবিএন স্পোর্টসঃ টি ২০ বিশ্বকাপে সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৪৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
শনিবার কলকাতার ইডেন গার্ডেনে টসে জয়লাভ করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আসে ২৫ রান। ওপেনার হেনরি নিকোলসকে সরাসরি বোল্ড করেন মুস্তাফিজ। নিকোলস ৭ রান করেন। পরে উইলিয়ামসন এবং মুনরো ৩২ রানের জুটি গড়েন।
নিজের দ্বিতীয় ওভারে উইলিয়ামসনকে পরিষ্কার বোল্ড করেন মুস্তাফিজ। উইলিয়ামসন ৪২ রান করেন। ক্রমেই বিপদজ্জনক হয়ে ওঠা মুনরোকে ফেরান আল আমিন। ব্যক্তিগত ৩৫ রান করে বোল্ড আউট হন মুনরো।
পরের ওভারেই কোরি আন্ডারসন কোনো রান না করেই মাশরাফির বলে বোল্ড হন। শেষ দিকে আল আমিন হোসেন এবং মুস্তাফিজের বোলিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে ব্লাকক্যাপসরা।
মুস্তাফিজ ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট লাভ করেন। এছাড়া আল আমিন হোসেন নেন ২ উইকেট।
সুপার টেনে এখনও অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি।
বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, সাব্বির রহমান, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), হেনরি নিকোলস, কলিন মুনরো, কোরি আন্ডারসন, রস টেইলর, গ্রান্ড এলিয়ট, মিচেল সাটনার, লুক রঞ্চি, নাথান ম্যাককালাম, মিচেল ম্যাকলুহান, ইস সোদি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com