১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘১৫ আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের একটি অংশ। এই যে ১৫ আগস্ট, তা কেন হল, কিভাবো হল, কারা করল? সবই আপনাদের জানা। কেবল দেশীয় নয়, এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত। এই আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু এখনো থেমে নেই। এখনো একের পর এক দেশীয় ঘাতকদের নিয়ে তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে, করছে। ’ রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের এই বাংলাদেশ- দুর্নীতি, খাদ্যঘাটতি, বিদ্যুৎঘাটতি এবং জঙ্গিবাদের দেশে পরিণত হয়েছিল। একমাত্র বঙ্গবন্ধু কন্যার কারণেই এই দেশ আজ সফল। এই দেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশ, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ দেশ। এই যে উন্নতি, এই ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই, এটা আমাদের মনের কথা। আজ বাংলাদেশের জনগণের মনের কথা। যে যেখানেই আছি, সবাই মিলে আমরা হৃদয়ে যে বাংলাদেশকে ধারণ করি, সেই বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ সেদিন ওই পরিবারের সবাইকে আমরা হারিয়েছি। এরপর বিদেশের মাটিতে ‘তোমরা কিভাবে তোমাদের জাতির পিতাকে হত্যা করেছো’ এর মত অনেক কথাই শুনতে হয়েছে। ওই সময় আপনারা দেখেছেন যারা বিদেশে গিয়েছেন, তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি নিজেই প্রশ্নের সম্মুখীন হয়েছি। ’ তিনি বলেন, ‘আমরা দেখেছি জাতির জনককে হত্যার পর যুদ্ধাপরাধীদের গাড়িতে এদেশে জাতীয় পতাকা উড়েছে। আমাদের প্রধানমন্ত্রী, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সারা বাংলাদেশে, গ্রামের পর গ্রাম ঘুরে বেড়িয়েছেন। কোন বাজারে, কোন নেতা অবস্থান করে, সেটা আমাদের প্রধানমন্ত্রীর মুখস্থ। বাংলাদেশের মানুষ আজ মনে করে, বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা শেখ হাসিনার বিকল্প আজ কেউ নেই। একের পর এক বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। ’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766