
সদরুল আইনঃ
দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি আসতে পারে বিএনপিসহ বিরোধী দলগুলোর পক্ষ থেকে।
বিএনপি সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দিতে পারেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির অবরোধ কর্মসূচি রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের তপশিল ঘোষণা করায় আগামীকাল বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির বদলে হরতাল দিতে পারে বিএনপি।
শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী রোব ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) ২ দিন হরতাল পালন করতে পারে জাতীয়তাবাদী দলটি।
এদিকে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তপশিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।