এসবিএন ডেস্ক:
২৪ এপ্রিল ২০১৩ সকাল ৮:৪৫ এ সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার চার্জশিট আমলে গ্রহণ করে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিন আসামিদের মালামাল ক্রোক করার নির্দেশ দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদালত।
আগামী ২৭ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: প্রকৌশলী মাহবুবুর রহমান, ফারজানা ইসলাম, আব্দুস সামাদ, নান্টু কন্ট্রাক্টর, রেজাউল ইসলাম, শহীদুল ইসলাম, জান্নাতুন ফেরদৌস, আমিনুল ইসলাম, তসলিম, বেলায়েত, ইউসুফ, মজিদ ও শফিকুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন