নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় এক মাদক কারবারিকে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গ্রেফতার করা হয় মাদক কারবারি ভজম চন্দ্র সরকার (৩৫) কে।
পুলিশ সুত্রে জানা গেছে, নরসিংদী পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই মোহাম্মদ গনি মিয়ার নেতৃত্বে থাকা ডিবি পুলিশের ফোর্স নরসিংদী মডেল থানাধীন পুরাতন লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধার দিকে পুরাতন লঞ্চ ঘাটস্হ মতিন সরকারের স্টেশনারি দোকানের সামনে পাকা রাস্তার উপরে সন্দেহ জনক ভাবে তল্লাশি চালায় ভজম চন্দ্রকে। তল্লাশী সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা গেছে,মাদক কারবারি ভজম চন্দ্র হাজিপুর এলাকার বাসিন্দা। তার বাবা সুভাষ চন্দ্র সরকার। মাতা সুমিত্র সরকার।
এস আই গনি মিয়া জানান,” ভজম চন্দ্র দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধ আগেও ২ টি মামলা রয়েছে। আজ তল্লাশী চালিয়ে ২০ গাঁজা সহ তাকে গ্রেফতার করি। তাই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে”।
সংবাদটি শেয়ার করুন