১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬
এসবিএন ডেস্ক: আগামী ২০-২৬ জানুয়ারী কারাসপ্তাহ পালন করবে কারা-অধিদপ্তর। এ উপলক্ষে বন্দীদের জন্য থাকছে নানা আয়োজন। সেইসঙ্গে ঘোষণা দেয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপের। আজ শনিবার এ উপলক্ষে করা এক সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির এ তথ্য জানান। তিনি জানান, কারাবন্দীদের পরিশুদ্ধ জীবনে ফিরিয়ে আনতে আরো বেশ কিছু নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। কারাগারে সেবার মান বৃদ্ধি করতে সৃষ্টি হচ্ছে ৩১০৭টি নতুন পদ। এছাড়া বন্দীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে নিয়োগ দেয়া হচ্ছে ২০ জন মনোবিজ্ঞানী। তারা সার্বক্ষণিক বন্দীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।
আগামী তিনদিনের মধ্যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নতুন তিনটি কারাগার তৈরির সিদ্ধান্ত হয়েছে। নতুন কারাগারগুলো হবে নেত্রকোনা, সুনামগঞ্জ ও দিনাজপুরে। কর্নেল ফজলুল কবির বলেন, কারাগার ডিজিটালাইজ করতে র্যাবের সহায়তায় সকল কারাবন্দীদের ডাটাবেজ তৈরি হচ্ছে। এই ডাটাবেজের কপি থাকবে র্যাব, পুলিশ, আদালত ও কারাকর্তৃপক্ষের কাছে। এখন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন কারাবন্দীরা বলেও জানিয়েছে তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com