ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য দিলেন সুরঞ্জিত

abdul
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য দিলেন সুরঞ্জিত

এসবিএন ডেস্ক:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।আজ সোমবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন তিনি।

তাকে জেরা করতে আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।এখন পর্যন্ত এ মামলায় ৪৯১ জন সাক্ষীর মধ্যে ২০৩ জন সাক্ষ্য দিয়েছেন।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। আহত হন অনেকে। প্রাণে বেঁচে গেলেও দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে গুরুতর সমস্যার সৃষ্টি হয় ওই হামলায়।।

২০০৮ সালের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। মামলাটি তদন্তের ভার পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহ্হার আখন্দ। তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, মুফতি আব্দুল হান্নানসহ ২৫ জন কারাগারে আটক আছেন।

অন্যদের মধ্যে খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক পুলিশ মহাপরিদর্শক মো. আশরাফুল হুদা, পুলিশ কর্মকর্তা শহিদুল হক, খোদা বক্স চৌধুরী ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুর রহমানসহ আটজন জামিনে আছেন। অন্যদিকে, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির নেতা কাজী মোফাজ্জেল হোসেন কায়কোবাদসহ ১৮ জন আসামি পলাতক।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930