১৮ই এপ্রিল ২০২১ ইং | ৫ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬
এসবিএন ডেস্ক: ২৪ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও পাঁচবারের শিরোপাজয়ী ভারত।
এশিয়ার চারটি টেস্টখেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আইসিসির সহযোগী একটি দেশ। সেই স্থানের জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্ব খেলবে আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
২৪ ফেব্রুয়ারী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরুর পর গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের পরবর্তী তিনটি ম্যাচ খেলবে ২৬ ফেব্রুয়ারি (বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে), ২৮ ফেব্রুয়ারি (শ্রীলঙ্কার বিপক্ষে) ও ২ মার্চ (পাকিস্তানের বিপক্ষে)।
ভারত ও পাকিস্তান ২০১৫ সালের বিশ্বকাপের পর আবার মুখোমুখি হতে যাচ্ছে এশিয়া কাপে। ২৭ ফেব্রুয়ারি একে অপরের বিপক্ষে খেলবে এশিয়ার দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এরপর আবার মার্চের ১৯ তারিখে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের।
এশিয়া কাপের সূচি
২৪ ফেব্রুয়ারি —- ভারত বনাম বাংলাদেশ
২৫ ফেব্রুয়ারি —- শ্রীলঙ্কা বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
২৬ ফেব্রুয়ারি —- বাংলাদেশ বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
২৭ ফেব্রুয়ারি —- ভারত বনাম পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি—- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৯ ফেব্রুয়ারি —- পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
১ মার্চ —- ভারত বনাম শ্রীলঙ্কা
২ মার্চ —- বাংলাদেশ বনাম পাকিস্তান
৩ মার্চ —- ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
৪ মার্চ —- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
৬ মার্চ —- ফাইনাল
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766