আগামী বছরের ২৬ ফেব্রুয়ারির মধ্যে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ,কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম জানিয়েছেন ।
বাসসের খবরে জানা গেছে , রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
লেখক অভিজিৎ হত্যা মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনিরুল বলেন, লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি হত্যা করা হয়। র্যাবের সহায়তায় ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অভিজিৎ রায়ের কিলার গ্রুপদের তথ্যপ্রযুক্তির সাহায্যে ঘটনা সংঘটিত হওয়ার কিছুদিন পরই চিহ্নিত করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকৃতদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী মুকুল রানা ওরফে শরীফ গত বছর পুলিশের অভিযানে নিহত হয়।
অভিজিৎ রায়কে হত্যার মোটিভ সম্পর্কে সিটিটিসি প্রধান বলেন, অভিজিৎ রায় মুক্তমনা লেখক ছিলেন; এটা হামলাকারীদের মতাদর্শ বিরোধী ছিল বলে তারা হামলা করে। অভিজিৎ রায়ের বই প্রকাশ করায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং আহমেদ রশিদ টুটুলকে হত্যার চেষ্টা চালায় হামলাকারীরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com