ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


২ দিন ব্যাপী পপ আপ ব্লুমের প্রদর্শনী মেলা

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৭, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ
২ দিন ব্যাপী পপ আপ ব্লুমের প্রদর্শনী মেলা

 

পপ আপ ব্লুমের আয়োজনে রাজধানী ঢাকায় আজ শুরু হয়েছে ২ দিন ব্যাপী পণ্য প্রদর্শনী । বনানীর এরাবিয়ান হোম রেষ্টুরেন্টে শুক্র ও শনিবার এই দুই দিন প্রদর্শনী চলবে ।

 

 

রেডটাইমসের প্রধান সম্পাদক সৌমিত্র দেব এবং    বঙ্গবন্ধু ও বাংলাদেশ অনুশীলন  কেন্দ্রের চেয়ারম্যান জীবন তাপস তন্ময়  আজ দুপুরে এই মেলা পরিদর্শন করেন ।

 

পপ আপ ব্লুমের কর্ণধার ও মেলার আয়োজক সারা হাসানাত জানান , এই মেলায় অংশগ্রহণ কারী সকলেই তরুণ উদ্যোক্তা । তাদের মধ্যে আছে ব্যপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য ।

অংশ গ্রহণকারী মোট ৮ টি প্রতিষ্ঠান ।
সেগুলোর মধ্যে আছে

1. Thriftrus
2. Retro boomin
3. Queens
4. DIYer
5. Anira Designs
6. Zuva
7. Bareera
8. Eshq Hasnath

 

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031