এসবিএন ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি-কাপড়-থ্রি পিসসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে।
রবিবার বিকেল তিনটায় কোস্টগার্ড উপজেলাধীন শিকারপুর ঘেঁষা ওই নদীতে অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা এসব মালামালসহ ট্রলারটি জব্দ করে।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা লে. আরিফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলার ফেলে পালিয়ে গেছে।
সংবাদটি শেয়ার করুন