৬ই মার্চ ২০২১ ইং | ২১শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের ইনিংসের প্রথম ১০ ওভারে একটি উইকেটেও নিতে পারেনি স্বাগতিকরা। নবম ওভারে একবার সুযোগ এলেও রিভিউ নিয়ে বেঁচে যায় ওয়েস্ট ইন্ডিজ। সাবলীল ব্যাটিংয়ে মিরপুর টেস্টে এগিয়ে চলছে অতিথিরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৩৫ রান। উইকেটে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।
ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ মিঠুনকে। বাদ পড়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
চোটের কারণে ম্যাচটিতে নেই মূল ভরসার মুখ সাকিব আল হাসান। তাঁর বদলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে চোটের জন্য ছিটকে যাওয়া আরেক ব্যাটসম্যান সাদমান ইসলামের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে মিঠুনকে। মুস্তাফিজের বদলে দলে এসেছেন রাহি।
অন্যদিকে শেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচকে ড্রপ দিয়ে আলজারি জোসেফকে সুযোগ দিয়েছে সফরকারীরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। ম্যাচটি শুরু যথারীতি সকাল সাড়ে ৯টা থেকে। সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তুমুল লড়াইয়ের পর চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তাঁর অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট।
ঢাকা টেস্টে জিতে এবার ট্রফি নেওয়া দেশে ফেরাই অতিথিদের মূল লক্ষ্য। কারণ সফরের শুরুতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। ওয়ানডেতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিশোধ টেস্ট সিরিজ দিয়েই নিতেই মুখিয়ে আছে তাঁরা। তা ছাড়া প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাসে বেশ ফুরফুরে মেজাজে আছে অতিথিরা।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766