১৬ই মে ২০২২ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২২
রেডটাইমস নিউজ ডেক্স।
২০১৮ সালের ১২ মে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’
মহাকাশে খুলে যায় সম্ভাবনার দুয়ার।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ফুটপ্রিন্ট বা কভারেজ রয়েছে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত। শক্তিশালী কেইউ ও সি ব্যান্ডের মাধ্যমে এটি সবচেয়ে ভালো কাভার করবে পুরো বাংলাদেশ, সার্কভুক্ত দেশসমূহ, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।
৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পদার্পন করলো ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’। এর সুফল পেয়ে চলেছে বাংলাদেশ।৩য় বছর থেকে স্বাবলম্বী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
বাংলাদেশের ১০০% সরকারি ও বেসরকারি টিভি, রেডিও চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাহক। ডিটিএইচ সেবাদাতা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সেবা দিচ্ছে।
“বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর মাধ্যমে বছরে সাশ্রয় হচ্ছে কমপক্ষে ১২৫ কোটি টাকা।
বর্তমানে দেশের ৩৪টি প্রত্যন্ত দ্বীপসহ ৪০টিরও বেশি দূর্গমস্থানে টেলিমেডিসিন ও টেলি এডুকেশন সেবা দিচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
স্থানীয় প্রকৌশলীরাই পরিচালনা করতে পারছেন।ব্যাংকের এটিএম বুথসমূহে সংযোগ ব্যবহার হচ্ছে।
২০০ নটিক্যাল মাইলে দূরত্বে কোস্টগার্ডের যোগাযোগে ব্যবহৃত হয়েছে।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com