এসবিএন ডেস্কঃ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে । তবে এদের মধ্যে অধিকাংশই কাতারের কর্মী।
আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত নির্বাহী মহাপরিচালক মোস্তফা সোওগ বলেন, ‘বৈশ্বিক গণমাধ্যম বাজারে আমাদের অবস্থান সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেতনভাবে গত কয়েক মাস ধরে প্রতিটি সুযোগ ও সম্ভাবনা যাচাই-বাছাই করেছি।’
তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল; তবে সঠিক পদক্ষেপ নিতে গ্রুপ অত্যন্ত আত্মবিশ্বাসী।’
১৯৯৬ সাল থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আলজাজিরা সংবাদ প্রচার করে আসছে। আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমের বিভিন্ন দেশে ৭০টিরও বেশি ব্যুরো অফিস আছে। চলতি বছরের শুরুর দিকে আলজাজিরা আমেরিকা টেলিভিশন সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছিল।
মোস্তফা সোওগ বলেন, যদিও আমাদের সিদ্ধান্ত বিশ্বব্যাপী গণমাধ্যম শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; তারপরও এটি আমাদের জন্য কঠিন ছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com