এসবিএন ডেস্ক:
পবিত্র মক্কানগরী সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য দেশের ৭০টি এজেন্সি লোক পাঠাতে পারবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
মঙ্গলবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি একথা জানান।
প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ রাখার পর গতকাল সোমবার বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা খোলার ঘোষণা দেয় সৌদি সরকার।
ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী বলেন, তালিকাভুক্ত ৭০টি এজেন্সিই শুধু ওমরাহ পালনের জন্য সৌদি আরবে লোক পাঠাতে পারবে। তবে যদি কেউ ওমরাহ পালনে গিয়ে ফিরে না আসেন তাহলে ওই এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। এমনকি ভবিষ্যতে তা নবায়ন করা হবে না।’
সংবাদটি শেয়ার করুন