২৯শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬
এসবিএন ডেস্ক: নারায়ণগঞ্জের ৭ খুন মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন এ মামলার প্রধান আসামি নূর হোসেন।
আজ রোববার নূর হোসেনের আইনজীবী এফআরএম লুৎফুর রহমান আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন।
লুৎফুর রহমান আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফরিদ আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদি হয়ে পৃথক মামলা করেন।
উভয় মামলায় এই পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ২২ আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
১১ মাসের দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ৮ এপ্রিল আদালতে মামলা ২টির অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।
নূর হোসেন ও র্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত এবং ১৬ জনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে চলতি বছর ৮ ফেব্রুয়ারী ২ মামলার বিচার শুরু হয় নারায়ণগঞ্জের আদালতে।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
Sumon Suddha
Contact: 01710010218
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com