লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ,
গত ২৯ আগস্ট, ৭ মার্চ ফাউন্ডেশন ৪৯তম জাতীয় শোক দিবস পূর্বলন্ডনের একটি রেস্তোরাঁয় পালন করে।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস এবং সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যঅপসারণসহ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশকরেন। তারা এই “নাশকতা ও প্রতিহিংসার কর্মকাণ্ডের” তীব্র নিন্দাজানান এবং অবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সংগঠনের চেয়ার নুরুদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের সাম্প্রতিককিছু ঘটনা সত্যিই খুবই উদ্বেগজনক। আমরা দেশের ভবিষ্যত দিকনিয়ে উদ্বিগ্ন।”
উপস্থিতরা জাতীয় শোক দিবস পালন বাতিলের সিদ্ধান্ত এবং শোকদিবসের আগের রাতে বঙ্গবন্ধু জাদুঘরের বাইরে ‘ঘৃণ্য নাচ-গান’ বন্ধেব্যর্থতারও সমালোচনা করেন।
বক্তারা বঙ্গবন্ধুর উত্তরাধিকারকে সর্বজনীন করার আহ্বান জানিয়েবলেন যে, তাকে রাজনৈতিক ব্র্যান্ডের পরিবর্তে “পুরো জাতির দূত” হতেহবে। তারা রাজনৈতিক অনুপ্রেরণা বা জাতীয় সীমানা নির্বিশেষেবঙ্গবন্ধুর উত্তরাধিকার প্রচারের মিশন চালিয়ে যাওয়ার অঙ্গীকারকরেন।
অনুষ্ঠানে কমিউনিটি নেতা, কর্মী এবং ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যারাবঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যক্তিগত অভিজ্ঞতাশেয়ার করেন। তারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে সকলেরঅবদানকে ঐক্যবদ্ধ, স্বীকৃতি এবং সম্মান করার গুরুত্বের ওপর জোরদেন।
আয়োজকরা বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস ও সরকারি প্রতিষ্ঠান থেকে তারপ্রতিকৃতি অপসারণের তীব্র প্রতিবাদ জানান। তারা জাতীয় শোক দিবসপালন পুনরুদ্ধার এবং ঐতিহাসিক ৩২ ধানমন্ডি রোড সংরক্ষণেরওআহ্বান জানান।
নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বক্তাদের মধ্যে ছিলেনসংগঠনের সেক্রেটারি আনসার আহমেদ উল্লাহ, কানেক্ট কমিউনিটিনেটওয়ার্কের রাজনউদ্দিন জালাল, সর্ব ইউরোপীয়সাবেক কাউন্সিলরেরভাইস চেয়ার সেলিম উল্লাহ, সত্তরের দশকের বর্ণবাদবিরোধী কর্মীআকিকুর রহমান, সমাজকর্মী আলা মিয়া আজাদ চৌধুরী, তাজউদ্দিনফাউন্ডেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শহীদ আলী, যুক্তরাজ্যেরএকাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক চেয়ারম্যান সৈয়দএনামুল ইসলাম, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদকএস এম মুস্তাফিজুর রহমান, ৭ মার্চ ফাউন্ডেশনের জামাল আহমেদখান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন