১৮ই জানুয়ারি ২০২১ ইং | ৪ঠা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৫
এসবিএন ডেস্ক:
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন। এর মধ্য দিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই ৯ জনের বিচার শুরু হলো।
মামলার আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মো. সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মো. মজিবুর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুৎফর মোড়ল ও আব্দুল খালেক মোড়ল। এদের মধ্যে ৩ জন কারাগারে আছেন এবং বাকিরা পলাতক।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন রিয়াজ আল মালুম এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আব্দুর সক্কুর খান।
গত বছরের ২৯ অক্টোবর এই মামলার অন্যতম আসামি যশোরের কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766