১লা মার্চ ২০২১ ইং | ১৬ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, মে ২৭, ২০১৮
নাজমীন মর্তুজা
কারো যদি নতুন পথে চলতে হয় , শুধু চলতে থাকুন রাস্তা এমনিতেই তৈরী হয়ে যাবে । চলতে থাকাটাই আসল কথা ।
চলার বেগে কি করে আমার জন্য রাস্তা জেগেছে তা আমিই কেবল জানি । গুরু বলতেন – মাঠে গেলে খুশি হন বসুন্ধরা । আমি বহুদিন পর বুঝতে শিখেছিলাম , বাংলার মাঠে দিনান্তের রাঙা অস্তরাগে প্রাচীন ভাস্কযর্দ্যুতি দেখে । চিনেছিলাম আদি ও সত্য সবুজ রং । পুকুরের জলের উপরে কথা বলা চাঁদের আলো । কাঠফাটা দুপুরের অতি উজ্জ্বল রোদ টেনে নিয়ে যেতো ঘুট – নির্জন পুকুর পাড়ে । সেই তো আমি কত পোড়া দেয়াল দেখে কত চতুদশপদী লেখেছিলাম । আমার শাহ্পাড়ার বিকেল , অনুভূতি ও জেগে থাকার স্বপ্নে তলিয়ে যেতে যেতে , সাধারণ দৃশ্যের অন্তরালে ছায়া ফেলে গেছে হৃদয় । আজ বুঝি মাছরাঙার পুকুর হারানোর বেদনা । অন্ধকারে পরে থাকা ধুপকাঠির ছাই । তবুও মন কাঁদে প্রতিটি বৃষ্টির রাতে আমার প্রতিবিম্ব ভেসে গেছে জলে ।
আমারও একটা নদী ছিল , শান্ত শ্যাওলার ভিতর অসমাপ্ত জল , খেলা করতো পাতা পল্লবের আলো রেখা । সন্ধ্যে বেলায় শুনতাম ব্যঙের সঙ্গত । এই নদী জলেই লেখা আছে আমার জন্মকথা এবং মৃত্যু কথা ।
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766