অন্তেহরি

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

অন্তেহরি


সৌমিত্র দেব

জলের ওপারে জল
সাদা জল নীল জল কালো জল হয়ে
দূরে ভেসে ওঠে এক হিজলের গ্রাম ।

জলে ও হিজলে মিলে বড় মোহনীয়
হাওড়ের এই বালিদ্বীপ ।

জলের পুরুষ আর জলের রমণী
জলচর মানুষের জলীয় জীবন
যুগে যুগে সৃষ্টি করে লোকজ পুরাণ ।

“বলো হরি হরি
অজ্ঞানে সওয়ারি নাও
যাইবো অন্তেহরি ।”

অজ্ঞান ঠাকুর ছিল সাধক পুরুষ
মানুষের ভালবাসা যার জন্য তৈরী করে
সোলেমানি নাও ।
শুধু তো মানুষ নয়
জ্ঞানহীন সাধক পুরুষ
রক্ষা করে বেড়াতো যে পাখির রিজেক ।
কেন সে অজ্ঞান হলো
অন্তেহরি গ্রামে তার জবাব মেলে না ,
স্মৃতিচিহ্ন আছে শুধু হৃদয় দেউলে ।

এখনো হাওড়ে গেলে উড়ে উড়ে জলের পাখিরা
ফিস ফিস করে বলে জ্ঞানহীন সাধকের কথা ।
মন্ত্রপূত নাও চড়ে অজ্ঞান ঠাকুর
অনায়াসে বেড়াতেন হাওড়ে পাহাড়ে ।

এখনো জলের লোক এই গল্প জীবিত রেখেছে ।

আমি তো শহরে থাকি
এ রকম গালগল্প বিশ্বাস করি না ।
তবুও ঘুমের মাঝে মধ্যরাতে হিজলের গ্রাম
আমাকে যখন ডাকে মৃদুস্বরে – নাজিয়া নাজিয়া
দরজায় তাকিয়ে দেখি সত্যি কেউ ডেকেছিল কি না
প্রশ্নের জবাব দেন মহামতি এপিজে কালাম
স্বপ্ন দেখে আমি আর ঘুমাতে পারি না ।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31