আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

অনলাইন নিউজ ডেস্ক:

আগামী ২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।
এছাড়া সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিমকোর্টের জন্য বরাদ্দ ছিল ২০৯ কোটি টাকা।

আজ ১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।

আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৭৬৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১ হাজার ৭৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়।

এর মধ্যে পরিচালন খাতে ছিল ১ হাজার ৪২১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৩২ কোটি টাকা।বাসস

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31