আওয়ামীলীগ ইভিএমের পক্ষে

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২

আওয়ামীলীগ  ইভিএমের পক্ষে

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায়, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি লাউডলি বলছি, আমাদের দলের সভাপতি শেখ হাসিনাসহ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আওয়ামী লীগ ইভিএমের পক্ষে।’

 

 

তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ্যযোগ্য হারে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে হবে। রাখঢাক করার কিছু নেই, দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার।’

 

 

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন দলগুলোর সাথে কারিগরি বিষয়ে আলোচনার আয়োজন করেছে। আমাদের আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।’

 

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করে, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। এছাড়া, ইসির দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ইভিএমে ভোটগ্রহণের পদ্ধতি ভালো করতে হবে। আগামী নির্বাচনে উল্লেখযোগ্য হারে ইভিএম বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি।’

বিতর্কিত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া, প্রজাতন্ত্রের কর্মচারীদের রিটার্নিং ও পোলিং অফিসার নিয়োগসহ একগুচ্ছ দাবি তুলে ধরে আওয়ামী লীগের প্রতিনিধিদল।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31