আগামী জাতীয় নির্বাচন ইসি’র পরিচালনায়, বর্তমান সরকারের অধীনেই হবে : হানিফ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

আগামী জাতীয় নির্বাচন ইসি’র পরিচালনায়, বর্তমান সরকারের অধীনেই হবে : হানিফ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে।

তিনি বলেন, ‘বিএনপি দেশের ভালো চায় না। তারা আওয়ামী লীগকে হুমকি দেয়, অবাক হয়ে যেতে হয়। আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে সব দল অংশ গ্রহণ করুক, সেটা আমরা চাই। জাতীয় নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে।’

রবিবার নোয়াখালীর চাটখিল উপজেলা পাচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে মাহবুব-উল হক হানিফ বলেন, ‘নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ক্রটিমুক্ত করতে আপনাদের যদি সংবিধানের মধ্যে থেকে কোন পরামর্শ থাকে, তা দিতে পারেন। অবশ্যই সেটা বিবেচনা করবে সরকার, সেটা বিবেচনা করবে নির্বাচন কমিশন। তবে সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।

তিনি বলেন, যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোসর, যারা পাকিস্তানের তাবেদার, পাকিস্তানের আদর্শ নিয়ে চলে, তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই। যদি আপনারা সংবিধানের মধ্যে থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন, তাহলে আপনাদেরকে স্বাগত। আর যদি না করেন, তাহলে সেটার দায়ভার আপনাদের।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আপনাদের কর্মীদের হত্যার বিচার চান। বিচার হচ্ছে, বিচার তো শুরু হয়েছে। তবে ২০১৩, ১৪ ও ১৫ সালে আপনারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। সরকারি সম্পদ নষ্ট করেছেন, সে সব মামলা আছে এবং বিচারও হচ্ছে। এসব হত্যাকন্ডের দায়ভার নিয়ে আপানাদের নেত্রীর মত হয় কারাগারে, নয়তো দন্ডপ্রাপ্ত হয়ে পালাতে হবে।’

তিনি বলেন, বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস’র হাতে। বিএনপি-জামাত কখনো বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করেনা।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শাহীন ও সহিদ উল্যাহ খাঁন সোহেল।বাসস

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930