আফগান নারী ক্রিকেট দলকে নিয়ে কী ভাবছে তালেবান?

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১

আফগান নারী ক্রিকেট দলকে নিয়ে কী ভাবছে তালেবান?

তালেবানি শাসন শুরুর প্রাক্কালে খেলাধুলা নিয়ে বেশ শঙ্কায় পড়ে গিয়েছিল আফগানিস্তান। এ কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।

অবশেষে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দূর করে দিলেন দেশটির ক্রিকেট দলের ম্যানেজার হিকমত হাসান। তিনি নিশ্চিত করেছেন, আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। এ পরিকল্পনাতে এগুচ্ছি আমরা।

 

আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবানদের হাতে। তাদের ক্ষমতা গ্রহণ মানেই খেলাধুলা-বিনোদন সব বন্ধ হয়ে যাওয়া। কিন্তু তালেবান খেলাধুলা নিয়ে কিছুটা সহনসীল হবে এমন ইঙ্গিতই পাওয়া গেল দলের ম্যানেজার হিকমত হাসানের কথায়।

 

তবে তালেবানের ক্ষমতায় বড় চ্যালেঞ্জ দেশে নারী ক্রিকেট চালু রাখা। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান নারী দল ক্রমেই শক্তিশালী হয়ে উঠছিল। ২০২০ সালে আফগান বোর্ড প্রথমবারের মতো ২৫ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে এসেছিল। এর পর থেকে দেশটির নারী জাতীয় দলের চেহারাই পাল্টে যায়।

 

তবে তালেবান রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর আফগান নারী ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আইসিসি। আইসিসির নারী ক্রিকেট উইংয়ের এক সদস্য বলেন, ‘সেটা (কেন্দ্রীয় চুক্তিতে আনা) ছিল ব্যাপক উন্নয়ন। তবে এখন কী হবে সেটা আমরা জানি না।’

 

নিয়ম অনুযায়ী আইসিসির একটি পূর্ণ সদস্য দেশের নারী জাতীয় দল থাকা বাধ্যতামূলক। তবে তালেবান নারীদের ঘরের বাইরে যাওয়ারই বিরোধী, সেখানে ক্রিকেট তো অনেক দূরের বিষয়। আফগান বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিকুল্লাহ স্ট্যানিকজাই অবশ্য আশাবাদী, ‘আফগানিস্তানের ক্রিকেটের সূচনা শরণার্থী শিবির থেকে।

 

সেখান থেকে আমরা অনেক পথ পাড়ি দিয়েছি। খুবই সীমিত সামর্থ্য দিয়ে আমরা আইসিসির পূর্ণাঙ্গ সদস্য পদ অর্জন করেছি। আমার আশা ও প্রার্থনা, আফগান ক্রিকেটের এই অগ্রযাত্রা থামবে না। ক্রিকেট আমাদের কাছে খেলার চাইতেও বেশি কিছু।’

 

স্ট্যানিকজাইয়ের কথা শুনে বোঝা যাচ্ছে ছেলেদের খেলাধুলার মতো তালেবান নারীদের ক্রিকেট নিয়েও সহনশীল হবে। এখন দেখার বিষয় নারী ক্রিকেট দলকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় তালেবান? আফগান নারী ক্রিকেট দলকে নিয়ে কী ভাবছে তালেবান? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশটির নারী ক্রিকেটারদের মধ্যে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31